একটা ভালো শিক্ষা হলো একটা ভালো দেশের মূল ভিত্তি। This is my Third A responsive webpage design for quality technical education in Science at Primary Level . It is gift for world teachers day 2023 from me . Please visit the another site www.jsc.mahbubedu.com and www.mahbubedu.com . I am Md.Habibur Rahman, Instructor (Physics) , Kishoreganj Govt. Technical School and College . I am learning now html , css , php and javascript . শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা আবশ্যক, যা কেবল তথ্য এবং অর্থ দেয়না, সত্য এবং সাদা মনের আলোকিত মানুষ দেয়।
নোটিশ বোর্ড

বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্র হতে নৈতিক শিক্ষা

আপনি কি বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্রটি পড়েছেন ? বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্রটিকে নিয়ে ভেবেদেখেছেন ? এই সূত্রটিকে গভীর ভাবে ভেবেদেখুন, নৈতিক শিক্ষা পাওয়া যায়। সূত্রটি নিম্নরূপ –
প্রত্যেক ক্রিয়ারই ( বস্তুগত, ব্যক্তিগত, মানসিক, আবেগিক ও আধ্যাত্মিক যাহাই হউক) একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
ক্রিয়া যে ব্যক্তি বা বস্তু ঘটায় প্রতিক্রিয়া ঐ ব্যক্তি বা বস্তুর উপরই সংঘটিত হয়। এই প্রতিক্রিয়া তিন ভাবে সংঘটিত হতে পারে –
১। প্রতিক্রিয়া সাথে সাথেই হতে পারেঃ
বস্তুতে-বস্তুতে যখন ক্রিয়া ও প্রতিক্রিয়া সংঘটিত হয়, তখন যতক্ষণ ক্রিয়া থাকে ততক্ষণই প্রতিক্রিয়া হয়। এরূপ প্রতিক্রিয়া বিমান, রকেট ও অন্যান্য যানবাহনের গতির ক্ষেত্রে সংঘটিত হয়।
২। প্রতিক্রিয়া কিছুকাল পরে হতে পারেঃ
ব্যক্তিতে-ব্যক্তিতে যখন ক্রিয়া ও প্রতিক্রিয়া সংঘটিত হয়, তখন ক্রিয়ার প্রতিক্রিয়া সাথে সাথেই হতে পারে অথবা জীবনের যে কোনো মূহূর্তে হতে পারে।
৩। প্রতিক্রিয়া মৃত্যুর পরে হতে পারেঃ
মানসিক, আবেগিক, আধ্যাত্মিক যাহাই হউক এরূপ ক্ষেত্রে যখন ক্রিয়া ও প্রতিক্রিয়া সংঘটিত হয়, তখন ক্রিয়ার প্রতিক্রিয়া সাথে সাথেই হতে পারে অথবা কিছুকাল পরে হতে পারে অথবা মৃত্যুর পরে হতে পারে। তবে হবেই হবে। যেমন- অপরাধ করলে শাস্তি হবেই।
যে ব্যক্তি বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্রটিকে (ক্রিয়ার প্রতিক্রিয়াকে) মনের গভীরে সঠিক ভাবে ধারণ ও লালন করবে, সে ব্যক্তি সকল প্রকার অন্যায় ও অপরাধ এবং অপরাধ প্রবণতা থেকে মুক্ত থাকতে পারবে। ফলে সে ব্যক্তি হতে পারবে একজন আদর্শ ও আলোকিত মানুষ।

প্রথম শ্রেণির বিষয়সমূহ

দ্বিতীয় শ্রেণির বিষয়সমূহ

তৃতীয় শ্রেণির বিষয়সমূহ

চতুর্থ শ্রেণির বিষয়সমূহ

পঞ্চম শ্রেণির বিষয়সমূহ

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বিষয়সমূহ

গুরুত্ব পূর্ণ ওয়েব সাইট সমূহ